কুলেখাড়ার রস ও বীজের উপকারিতা

কুলেখাড়া গাছ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ভেসজ উদ্ভিত। এটি প্রায় সর্বত্র পাওয়া যায়।আসুন নিচে কুলেখাড়ার পাতা, গাছ ও কুলেখাড়ার বীজ সম্পর্কে জেনে নেওয়া যাক।




পোস্ট সূচিপত্রঃ

দেহে রক্ত কমে গেলে

আমাদের মানব শরীরে বিভিন্ন অসুস্থতার কারনে রক্ত স্বল্পতা দেখা দেয়।এই রক্ত শূন্যতা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমাদের দেহ রক্ত স্বল্পতার কারণে ফ্যাকাশে হয়ে গেলে এই কুলেখাড়া হতে পারে মহা ঔষধ। প্রতিনিয়ত কুলেখাড়া পাতার রস দিনে ২বার খেলে শরীরে রক্তের যোগান পাওয়া যায়।

কাটা জায়গায় রক্ত বন্ধ করতে

কাটা জায়গার রক্ত পড়া বন্ধ করতে কুলেখাড়া পাতার রস অনেক কার্যকারী । ক্ষত স্থানের রক্ত পড়া বন্ধ করার জন্য আপনি কুলেখাড়া পাতা থেঁতো করে নিয়ে ক্ষত স্থানে লাগিয়ে দিয়ে পরিষ্কার কাপড় অথবা টিস্যু দিয়ে বেঁধে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।

কুলেখাড়া বীজের গুণাগুন

এই উদ্ভিদের কাণ্ড ও পাতার যেমন উপকারিতা আছে তেমনি এর বীজের অনেক উপকারিতা পাওয়া যায়। দৈনন্দিন কাজে আমাদেরকে বাসার বাইরে বের হতে হয়।এই রোদের মধ্যে ঘুরে ফিরে আমাদের অনেকেরই প্রস্রাব হলুদ হয়ে যায় এবং এতে করে দেখা যায় অনেক সময় প্রস্রাবে অনেক জ্বালাপোড়া করে।


তো আপনি যদি চান প্রস্রাবের এই জ্বালাপোড়া বাসায় বসেই ঘরোয়া উপায়ে নিরাময় করতে তাহলে এই আরটিকেলটি আপনার সাহায্যে আসতে পারে। আপনার যদি প্রস্রাব করার সময় খুব জ্বালাপোড়া করে তাহলে আপনি ৩ চামচ কুলেখাড়া বীজের গুড়ো ১গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারেন এতে করে আপনি প্রস্রাবের জ্বালাপোড়া থেকে রেহাই পাবেন।

অনিদ্রা দূর করতে কুলেখাড়া

কথায় আছে, সুস্বাস্থ্যই সকল সুখের মূল।সুখে থাকতে হলে সুস্বাস্থ্যের বিকল্প নেই আর সুস্বাস্থ্যের অধিকারি হতে চাইলে নিয়মিত ঘুমের বিকল্প নেই।কারণ সারাদিনের ক্লান্তি দূর করে ঘুম। আর পরিপূর্ণ ঘুম না হলে বা ঘুম কম হলে শরীর অসুস্থ হয়ে পড়ে। পর্যাপ্ত ঘুম না হলে নানা রকমের সমস্যা দেখা দেয় যেমনঃ হার্টের সমস্যা দেখা দিতে পারে, উচ্চরক্ত চাপের ঝুঁকি বাড়তে পারে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে ইত্যাদি।তাই শরীর সুস্থ রাখার জন্য ঘুম অতীব প্রয়োজন। প্রতিদিন কুলেখাড়া পাতার রস খেলে অনিদ্রা দূর হয়ে যায় ।

কুলেখাড়া পাতার উপকারিতা

আমাদের দেশের বিভিন্ন জলাভূমিতে এই গাছ জন্মে থাকে। আজকে আমরা জানবো কুলেখাড়ার উপকারিতা সম্পর্কে । কুলেখাড়া একটি শাক অথবা ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে। কুলেখাড়ায় রয়েছে অসংখ্য মাইক্রো নিউট্রিয়েন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা লিভার ভালো রাখে।

আজকাল অ্যানিমিয়া রোগ বেড়েই চলেছে, নিয়মিত কুলেখাড়া সেবন করার মাধ্যমে অ্যামিনিয়া প্রতিরোধ করা যায়। এছাড়াও এই গাছের পাতা ও কাণ্ড ফুটিয়ে সেদ্ধ করে সেই জল পান করলে মাতৃত্বকালীন যে অতিরিক্ত ঋতুস্রাবের সমস্যা হয় তা অনেকটাই কমে যায় ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং জননতন্ত্র সুগঠিত করে।

পরিশেষে বলা যায়, প্রাকৃতিক এই উপাদানটির জুড়ি মেলা ভার। আপনি যদি নিয়মিত এই পাতা সেবন করতে পারেন তাহলে প্রচুর উপকারিতা পাবেন। এক কথায় পুষ্টীগুণে ভরপুর একটি সবজি হিসেবেও আপনি এটি আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এতে করে আপনি প্রচুর উপকারিতা পাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url